অবেলায় খুঁজো কাহারে?

লিখেছেন লিখেছেন এম মিজান রহমান ২১ নভেম্বর, ২০১৪, ০১:২৫:১৯ রাত

অবেলায় খুঁজো কাহারে

-এম মিজান রহমান

বাশঁরীর সুরে আকুল এ মম

বিনিদ্র রজনী স্বাক্ষী

স্বাক্ষী ঐ ধ্রুবতারা -

শরতিরা সব লভিছে নমঃ

নন্দিনী শ্রীবাসী ঐ

মনোহরা শুকতারা ।

অক্ষীগোলকের স্পন্ধনে

অবিনাশী নন্দনে

রূপসীর যুখল হিয়া

খুঁজি হন্যে

যৌবন বাতায়নে

ছোঁয়ার শতকিয়া ।

শিরা উপশিরায় কিঞ্চিত্

টেউ উঠে অর্হনিশ

বালুকালয়ের সমুদ্দুরে

টানাপোড়েন ফিস ফিস ।

ঝুমকোলতার এলোচুলে

সুরহিয়ার শোরগোলে

বনমালি ডাকে আমারে

বিনম্র আহবানে

মুক্তাছলের বিম টানে

অবেলায় খুঁজো কাহারে ?

---

বিকাল

শুক্রবার, ৮আগস্ট ২০১৪ খ্রিঃ

সিলেট, বাংলাদেশ ।

বিষয়: সাহিত্য

৭৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File